চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের কেশুয়া চলমান সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল শুক্রবার বিকেলে কেশুয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে সম্পন্ন হয়েছে। উক্ত ফাইনাল খেলায় টাইব্রেকারে কেশুয়া ছোট্ট পাড়া একাদশ কে হারিয়ে পূর্বপাড়া একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। উক্ত ফাইনাল খেলা পরিচালনা করেন মুহাম্মদ সাহেদ। খেলো শেষে চলমান সংঘের সাধারণ সম্পাদক গরীবুল্লাহ খান সৌরভের সভাপতিত্বে ও মোঃ সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেশুয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বেসরকারি কারা পরিদর্শক মোঃ নাছির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কেশুয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির দাতা সদস্য মাষ্টার মোখলেছুর রহমান, কেশুয়া চলমান সংঘের সহ–সভাপতি মোরশেদুল আলম পেয়ারু, চট্টগ্রাম রিয়াজ উদ্দিন বাজার বণিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল শুক্কুর। এছাড়া অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মুহাম্মদ সাদ্দাম, মুহাম্মদ শফিকুল ইসলাম, আরশাদুল ইসলাম, মুহাম্মদ আবু ছালেক প্রমুখ উপস্থিত ছিলেন।