চন্দনাইশ ও দোহাজারী পৌরসভায় ওএমএস’র চাল ও আটা বিক্রি শুরু

চন্দনাইশ প্রতিনিধি | সোমবার , ২৬ জুলাই, ২০২১ at ১১:০০ পূর্বাহ্ণ

মহামারি করোনার কারণে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষকে সহায়তার অংশ হিসেবে চন্দনাইশ ও দোহাজারীতে ওএমএস এর চাল ও আটা বিক্রি শুরু হয়েছে। গতকাল রবিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহফুজা জেরিন কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন এবং চাল ও আটা বিক্রির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
চন্দনাইশ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অ.দা.) প্রমিত কুমার চাকমা সাংবাদিকদের জানান, চন্দনাইশ পৌরসভার ৪টি ও দোহাজারী পৌরসভার ৩টি বিক্রয়কেন্দ্রে নির্ধারিত ডিলারের মাধ্যমে ওএমএস এর চাল ও আটা বিক্রয় শুরু হয়েছে।
প্রতি কেন্দ্রে দৈনিক দেড় টন করে চাল এবং এক টন করে আটা বরাদ্দ পাবে। এখানে প্রতি কেজি চাল ৩০ টাকা ও প্রতি কেজি আটা ১৮ টাকা দরে বিক্রি করা হবে। প্রতিজনে সর্বোচ্চ ৫ কেজি করে চাল কিনতে পারবেন। শুক্রবার বিক্রি বন্ধ থাকবে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধসদরঘাটে পণ্ডিত বঙ্কিম আচার্য্যের শোকসভা
পরবর্তী নিবন্ধসিএসডি গোডাউন শ্রমিকদের ফ্রি ভ্যাকসিন নিবন্ধন ক্যাম্প