চন্দনাইশ ও কুতুবদিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

চন্দনাইশ ও মহেশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ২৬ অক্টোবর, ২০২১ at ১০:৫১ পূর্বাহ্ণ

চন্দনাইশ ও কুতুবদিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। চন্দনাইশ প্রতিনিধি জানান, গতকাল সোমবার দুপুরে উপজেলার দোহাজারী পৌরসভার হাছনদন্ডি এলাকায় ৩ বছর বয়সী মোহাম্মদ জিহান এক শিশুর মৃত্যু হয়েছে। ওই এলাকার প্রবাসী মোহাম্মদ ইলিয়াসের ছেলে জিহান দুপুরে বাড়ির উঠানে খেলতে বের হয়। এ সময় সে সবার অজান্তে পার্শ্ববর্তী পুকুরে পড়ে তলিয়ে যায়। পরে তাকে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে মহেশখালী প্রতিনিধি জানান, কুতুবদিয়ায় পুকুরে ডুবে মো. শাওন নামের ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকাল ৫টায় উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের চুল্ল্যার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাওন ওই গ্রামের জসিম উদ্দিনের পুত্র। এলাকাবাসীরা জানান, শাওন পরিবারের লোকজনের অগোচরে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে মন্দিরে ভাঙচুরের ঘটনায় মামলা
পরবর্তী নিবন্ধসিএমসি ক্যাফেকে ৫০ হাজার টাকা জরিমানা