চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে শ্রম প্রতিমন্ত্রী

চিকিৎসকদের অনুপস্থিতিতে ক্ষোভ প্রকাশ ।। সিভিল সার্জনকে ব্যবস্থা নেয়ার নির্দেশ

চন্দনাইশ প্রতিনিধি | শনিবার , ৬ জুলাই, ২০২৪ at ৪:২২ পূর্বাহ্ণ

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী এমপি গতকাল শুক্রবার দুপুরে হঠাৎ চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এসময় তিনি একজন ডাক্তার ছাড়া কোনো ডাক্তারকে হাসপাতালে উপস্থিত না পেয়ে এবং হাসপাতালে নানা অনিয়ম দেখে চরম অসন্তুষ্টি প্রকাশ করেন। এমনকি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুল্লাহ আল এরফানকে কর্মস্থলে পাননি তিনি। এসময় তাৎক্ষণিক তিনি চট্টগ্রামের সিভিল সার্জনকে ফোন করে স্বাস্থ্য কর্মকর্তাসহ কর্তব্যরত চিকিৎসকদের উপস্থিত না থাকার বিষয়টি জানান এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে দ্রুত বদলি করে নেয়ার আদেশ দেন।

এদিকে প্রতিমন্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেয়ার সময় একজন নার্সের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ পান রোগীদের কাছ থেকে। সাথে সাথে তিনি উপস্থিত ডাক্তারকে এব্যাপারে ব্যবস্থা নিতে এবং শেষবারের মতো সতর্ক করার নির্দেশ দেন।

পূর্ববর্তী নিবন্ধদুই নম্বর গেটে সড়ক অবরোধ, এক ঘণ্টা যান চলাচল বন্ধ
পরবর্তী নিবন্ধজরুরি বিভাগে চিকিৎসক নেই, অনিয়ম ও ত্রুটি দেখে ক্ষোভ