চন্দনাইশ উপজেলা শিল্পকলা একাডেমির বর্ষা উৎসব

| রবিবার , ৬ আগস্ট, ২০২৩ at ১১:১৯ পূর্বাহ্ণ

চন্দনাইশ উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে কাশেম মাহবুব উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে দৃষ্টিনন্দন বর্ষা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সুরের মূর্ছনায় শুরু হলো বর্ষা উৎসবের জয়ধ্বনি বেজে উঠে ‘এসো শ্যামল সুন্দর’ উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে। পরে একে একে বর্ষার গান, আবৃত্তি, নৃত্য পরিবেশিত হয়। চন্দনাইশ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আহসানুল হাসান কবির এবং সঞ্চিতা বড়ুয়ার সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি মাহমুদা বেগমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী।

সংগীতে ও আবৃত্তিতে অংশ নেন, সঞ্চিতা বড়ুয়া, অধ্যাপক সালমা আহসান, শ্রাবনী দাশগুপ্তা, রুপম কুমার নাথ, প্রান্ত চৌধুরী, অজয় দাশ, তাসকিন, সুকান্তা, লিজা, তিশা, মহিম, পূজা প্রমুখ।

নৃত্যে গোপী সাহা, দেবী সাহা, সমৃদ্ধি বড়ুয়া, দিৎস্পা চক্রবর্তী, প্রতিতী পোদ্দার, অনুস্কা, আতিকা, সায়মা সুলতানা, তিশা আকতার প্রমুখ। হারমোনিয়ামে শ্রাবনী দাশগুপ্তা, তবলায় রবিন দাশ। কি বোর্ডে সুমন দাশ, অক্টোপ্যাডে দীপক কুমার সাহা। যাদু প্রদর্শনীতে অংশ নেন সুবল বড়ুয়া। আলোচনায় অংশ নেন আহসান ফারুক, দেবাশীষ কান্তি বিশ্বাস, সৈকত দাশ ইমন, শাহানুর দস্তগীর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশেখ কামাল থাকলে ক্রীড়া ও সংস্কৃতি অঙ্গনের আরও অনেক বিকাশ ঘটতো
পরবর্তী নিবন্ধশিল্পকলায় প্রমার প্রযোজনা কাব্যপালা ‘মহুয়া’ মঞ্চস্থ