চন্দনাইশ উপজেলা প্রশাসনের প্রস্তুতি

চন্দনাইশ প্রতিনিধি | রবিবার , ১৪ মে, ২০২৩ at ৭:৩৪ পূর্বাহ্ণ

প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে চন্দনাইশ উপজেলা প্রশাসন। উপজেলার ২টি পৌরসভা ও ৮টি ইউনিয়নে মাইকিং করে সাইক্লোনের প্রভাব সম্পর্কে অবহিত করা হয়েছে জনসাধারণকে। প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যানকে সার্বক্ষনিক নিজ এলাকায় নজর রাখার নির্দেশনা দেয়া হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে ৩৭টি সাইক্লোন শেল্টার, গঠন করা হয়েছে ১৫টি মেডিকেল টিম। আপদকালীন সময়ের জন্য সরকারিভাবে মজুদ রাখা হয়েছে পর্যাপ্ত শুকনো খাবার। প্রত্যেক ইউনিয়নে একজন করে টেক অফিসার রাখা হয়েছে। খোলা হয়েছে মনিটরিং টিম।

এদিকে ঘূর্ণিঝড় পরবর্তী ক্ষয়ক্ষতি এবং দ্রুত যোগাযোগ ব্যবস্থা সচল রাখার জন্য চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর দপ্তরে কন্ট্রোল রুম খোলা হয়েছে। দোহাজারী সড়ক উপবিভাগ ও পটিয়া সড়ক উপবিভাগে গঠন করা হয়েছে ২টি করে মনিটরিং টিম।

পূর্ববর্তী নিবন্ধকর্ণাটকে কাজ করেনি মোদী ম্যাজিক
পরবর্তী নিবন্ধআনোয়ারায় নিরাপদে সরিয়ে নেয়া হচ্ছে উপকূলের বাসিন্দাদের