চন্দনাইশ উপজেলা পরিষদ নির্বাচনে সহিংসতার মামলায় উপজেলা আ’লীগের সভাপতিসহ চার্জশিটভূক্ত ৬ আসামিকে জামিন দিয়েছেন আদালত। গতকাল সোমবার সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ এ আদেশ দেন।
আসামি পক্ষের আইনজীবী অ্যাড. মো. দেলোয়ার হোসেন জানান, গত ২০১৯ সালের ২৪ মার্চ চন্দনাইশ উপজেলা পরিষদ নির্বাচনে পূর্ব চন্দনাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটে। এ ঘটনায় ২ পুলিশ সদস্য আহত হয়।
পরে এ ঘটনায় ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পিএসআই আবু বক্কর বাদি হয়ে ১২ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। মামলায় ৩০/৩৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। সে মামলায় তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর মাহাবুবুল আলম আকন্দ ২০২০ সালে চার্জশিট দাখিল করার পর রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে মামলাটি পুনঃতদন্তের জন্য পিবিআইতে স্থানান্তর করা হয়। দীর্ঘ তদন্ত শেষে গত বছরের ৪ ডিসেম্বর এজাহার নামীয় ১২জন এবং উপজেলা আ’লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীরসহ আরো ৭ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন।
চার্জশিটভুক্ত অপর আসামিরা হলেন, উপজেলার পাঠানদন্ডির নুরুল হক চৌধুরীর পুত্র আ’লীগ নেতা দিদারুল আলম চৌধুরী, সাতবাড়িয়ার আবুল খায়েরের পুত্র যুবলীগ নেতা জহিরুল ইসলাম হিরু, বদুরপাড়ার মোহাম্মদ আলীর পুত্র রেজাউল করিম, চৌধুরীপাড়ার মৃত আবদুল সালামের পুত্র ওমর ফারুক এবং শওকত হোসেন বাচা।












