চন্দনাইশ উপজেলা আ. লীগের বর্ধিত সভা

| রবিবার , ৯ জুলাই, ২০২৩ at ৬:১৪ পূর্বাহ্ণ

দোহাজারী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে গতকাল শনিবার সকাল ১০টায় চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভা হাশিমপুর আলোকিত কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চন্দনাইশসাতকানিয়া (আংশিক) সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু আহমেদ জুনুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আ. লীগ সহসভাপতি আহসান ফারুক, সহসভাপতি বলরাম চক্রবর্ত্তী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন শিবলী, হেলাল উদ্দিন চৌধুরী, জেলা কৃষকলীগ নেতা নবাব আলী, চেয়ারম্যান আবদুল আলিম, চেয়ারম্যান খোরশেদ বিন ইসহাক, চেয়ারম্যান খোরশেদ আলম টিটু, চেয়ারম্যান এস এম সায়েম, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ অর্থ সম্পাদক ফয়েজ আহমদ টিপু, যুবলীগ নেতা বেলাল হোসেন মিটু, তছলিম উদ্দিন, দোহাজারী পৌরসভা যুবলীগ আহ্বায়ক মনছুর আলী ফয়সাল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহ্বায়ক প্রবীন দাশ সুমন, চন্দনাইশ উপজেলা ছাত্রলীগ সভাপতি আলমগীরুল ইসলাম, সাধারণ সম্পাদক মারজাদুল ইসলাম আরমান প্রমুখ।

সভায় আসন্ন দোহাজারী পৌরসভা নির্বাচনে ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় নিশ্চিত করার জন্য প্রত্যেক নেতা কর্মীকে ভোটারের ঘরে ঘরে গিয়ে উন্নয়নের চিত্র তুলে ধরার জন্য আহ্বান জানানো হয়। এছাড়া চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের আওতাধীন মেয়াদ উত্তীর্ণ সকল ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি দ্রুত সম্মেলন করার আহ্বান জানান বক্তারা।

পূর্ববর্তী নিবন্ধউখিয়ায় অপহরণকারী চক্রের ৯ সদস্য আটক
পরবর্তী নিবন্ধনতুন প্রজন্মকে আবু মুছা চৌধুরীর মতো সাহসী হওয়ার আহবান