জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ–সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী বলেছেন, চট্টগ্রাম – ১৪ চন্দনাইশ–সাতকানিয়া আংশিক নির্বাচনী এলাকা বিএনপির ঘাঁটি। বিএনপি নেতাকর্মীরা এ আসনটি অন্যের কাছে ধার দিতে চায় না। দীর্ঘ ১৭ বছর বিএনপি নেতাকর্মীরা নির্যাতিত হয়েছেন। মামলা, হামলার শিকার হয়েছেন। তারা আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিতে উন্মুখ হয়ে আছেন। তিনি বলেন, নির্বাচন বানচাল করার জন্য ষড়যন্ত্র শুরু হয়েছে। পলাতক ফ্যাসিস্টদের দোসররা নানা যড়যন্ত্রে লিপ্ত। তারা চায় বাংলাদেশে যাতে নির্বাচন না হয়, গণতান্ত্রিক পরিবেশ যাতে সৃষ্টি না হয়। তিনি গতকাল বৃহস্পতিবার চন্দনাইশের রওশনহাট এলাকায় মিছিল পরবর্তী এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট রফিক উদ্দিন আহমেদ, আবদুল মাবুদ, জসিম উদ্দিন চৌধুরী মিন্টু, মোহাম্মদ ইউনুস বাবুল, জাহাঙ্গীর আলম, আল মোহাম্মদ হিরু, মোহাম্মদ হামিদ, মো. আলমগীর, আবদুল করিম প্রমুখ।











