চন্দনাইশে ৯শ কৃষক পেল আমন ধানের বীজ ও সার

চন্দনাইশ প্রতিনিধি | সোমবার , ১ জুলাই, ২০২৪ at ১০:৫৮ পূর্বাহ্ণ

২০২৩ ২৪ অর্থবছরে রাজস্ব কৃষি প্রণোদনার আওতায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিনামূল্য চন্দনাইশের ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের (উফশী ও হাইব্রিড) বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। উপজেলা চেয়ারম্যান আলহাজ জসিম উদ্দীন আহমদ প্রধান অতিথি হিসেবে এ সব বীজ ও সার বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠান স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আজাদ হোসেন। তিনি জানান, উপজেলার ২টি পৌরসভা ও ৮টি ইউনিয়নে ৯শ জন কৃষককে আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়। আগামীতে আরো প্রণোদনা আসলে দ্রুত কৃষকদের মাঝে বিতরণ করা হবে। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবাকলিয়া-চকবাজার ওয়ার্ড আ. লীগের প্লাটিনাম জয়ন্তী
পরবর্তী নিবন্ধস্বাধীনতার স্বীকৃতি দিতে দেশের অনেকে কার্পণ্য বোধ করে