চন্দনাইশ থানা পুলিশ অভিযান চালিয়ে ৮ হাজার পিস ইয়াবা ও ৫০ লিটার চোলাই মদসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে। আটককৃতরা হলো মো. মামুন (২৬), মো. সৈয়দ নুর (৪২) ও জমির উদ্দীন (৩৮)। এসময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি মিনি ট্রাক জব্দ করা হয়।
পুলিশ জানায়, ইয়াবা পাচারের সংবাদ গোপন সূত্রে পেয়ে চন্দনাইশ থানাধীন দোহাজারী তদন্ত কেন্দ্রের একদল পুলিশ গতকাল ভোররাতে দোহাজারী পৌরসদরস্থ সিঙ্গার শো-রুমের সামনে চট্টগ্রাম-কঙবাজার মহাসড়কে অবস্থান নেয়। সেখানে চট্টগ্রামমুখী একটি পিকআপ তল্লাশি চালিয়ে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার রাতে চন্দনাইশের কাঞ্চনাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডস্থ মুজাফ্ফরাবাদ এন জে উচ্চ বিদ্যালয়ের পেছনে পৃথক অভিযানে ৫০ লিটার দেশীয় মদ উদ্ধার করে। এসময় উত্তর মুরাদাবাদ এলাকার মৃত সবুজ মিয়ার পুত্র মদ পাচারকারী মো. জমির উদ্দিনকে (৩৮) আটক করা হয়।