মিনি পিকআপে করে পাচারের সময় ৮৮ হাজার শলাকা বিদেশী সিগারেটসহ ১ পাচারকারীকে গ্রেপ্তার করেছে চন্দনাইশ থানা পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম মো. জাহিদুল ইসলাম (১৯)।
আজ বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের উত্তর গাছবাড়িয়া এলাকায় এ অভিযান চালায় পুলিশ।
পুলিশ জানায়, বিপুল পরিমাণ বিদেশী সিগারেট পাচারের সংবাদ গোপন সূত্রে পেয়ে একদল পুলিশ চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের উত্তর গাছবাড়িয়া এলাকায় অবস্থান নেয়। দুপুর ১২টার দিকে পুলিশদল চট্টগ্রামমুখী একটি পিকআপে তল্লাশি চালিয়ে পাচারকালে ৪৪০ কার্টুন বিদেশী সিগারেট উদ্ধার করে। এসব কার্টুনে ৪,৪০০ প্যাকেটে ৮৮ হাজার শলাকা সিগারেট রয়েছে।
এসময় সিগারেট পাচারকারী কক্সবাজার জেলার উখিয়া থানার ভর্তারকালী লিংক রোড এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে মো. জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। একই সাথে সিগারেট পাচারকাজে ব্যবহৃত পিকআপটিও জব্দ করে পুলিশ।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, বিদেশী সিগারেট উদ্ধারের ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। গ্রেপ্তারকৃত সিগারেট পাচারকারী জাহিদুল ইসলামকে আগামীকাল বৃহস্পতিবার আদালতে হাজির করা হবে।