চন্দনাইশে অভিযান চালিয়ে ৭ হাজার ইয়াবাসহ মা-ছেলে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হল মোহছেনা বেগম (৪৭) ও তার ছেলে রহমান প্রকাশ রায়হান (১৯)। গতকাল সোমবার ভোর রাত সাড়ে ৪টার দিকে পুলিশ উপজেলার গাছবাড়িয়াস্থ পুরাতন সড়ক ও জনপথ অফিসের সামনে এ অভিযান চালায়।
পুলিশ জানায়, গোপন সূত্রে ইয়াবা পাচারের সংবাদ পেয়ে একদল পুলিশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কস্থ গাছবাড়িয়া পুরাতন সড়ক ও জনপথ অফিসের সামনে অবস্থান নেয়। এ সময় চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী বাস তল্লাশি চালিয়ে মা-ছেলে দুজনকে আটক করা হয়। এ সময় তারা অভিনব কায়দায় একটি প্লাস্টিকের বালতির ভিতর আরেকটি আলাদা তলা লাগিয়ে তার উপরে আটা ও তেল নিয়ে যাচ্ছিল।
এতে পুলিশের সন্দেহ হলে পুলিশ বালতির উপরে লাগানো তলাটি সরিয়ে ৭ হাজার ইয়াবা উদ্ধার করে। এ ব্যাপারে চন্দনাইশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তারকৃত মা-ছেলেকে গতকাল আদালতে হাজির করা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করে।