চন্দনাইশে ৫ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মাইক্রোবাস জব্দ

চন্দনাইশ প্রতিনিধি | বুধবার , ২৭ জানুয়ারি, ২০২১ at ৬:১৬ অপরাহ্ণ

চন্দনাইশ থানা পুলিশ ৫ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। তার নাম মো. রিদুয়ানুল হক (৩২)।
এসময় ইয়াবা বহন কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস (নং-চট্ট মেট্রো-চ-১১-৩৩৪৬) জব্দ করা হয়। গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কস্থ উপজেলার হাশিমপুর খান বটতল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এ অভিযান চালায়।
পুলিশ জানায, ইয়াবা পাচারের সংবাদ পেয়ে থানার এসআই আবু আফছার ভুঁইয়ার নেতৃত্বে একদল পুলিশ মঙ্গলবার বিকেলে উপজেলার হাশিমপুর খান বটতল এলাকায় অবস্থান নেয়। এসময় ইয়াবা বহনকারী মাইক্রোবাসটি চট্টগ্রাম নগরীর দিকে যাওয়ার সময় পুলিশ গাড়িটিকে থামিয়ে তল্লাশি চালায়।
তল্লাশিকালে ৫ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি রিদুয়ানুলকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রিদুয়ানুল কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকার আবুল কাশেমের পুত্র।
এসময় পুলিশ ইয়াবা বহন কাজে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করে।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চন্দনাইশ থানায় একটি মামলা দায়ের করা হয়।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন সরকার জানান, বিপুল পরিমাণ ইয়াবা পাচারের সংবাদ গোপন সূত্রে পেয়ে অভিযান চালানো হয়। এসময় ৫ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি রিদুয়ানুল হককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রিদুয়ান একজন পেশাদার মাদক কারবারি। তাকে আজ বুধবার আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করে।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ
পরবর্তী নিবন্ধবান্দরবানে পৌরসভা নির্বাচনে প্রচারণা শুরু