চন্দনাইশে ৫টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেয়া হয়েছে। গতকাল বুধবার দিনব্যাপী অভিযান চালিয়ে ভাটাগুলো গুঁড়িয়ে দেয় চট্টগ্রাম জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
সংশ্লিষ্টরা জানান, উচ্চ আদালতের নির্দেশনায় গতকাল উপজেলার হাশিমপুর ইউনিয়নের পূর্ব হাশিমপুর এলাকার বিসমিল্লাহ্ ব্রিক ম্যানুফ্যাকচারিং, বার আউলিয়া ব্রিকস, হযরত আলী শাহ্ ব্রিক ম্যানুফ্যাকচারিং, নিউ হযরত আলী শাহ্ ব্রিক ম্যানুফ্যাকচারিং ও আরবিএল ব্রিকসে অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজোয়ানা আফরীন ও পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক শেখ মুজাহিদ। তারা জানান, পরিবেশগত ছাড়পত্র না থাকায় ভাটাগুলো গুঁড়িয়ে দেয়া হয়েছে।