চন্দনাইশে ৫২তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত সোমবার সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরন করেন বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী এমপি। চন্দনাইশ সদরস্থ কাশেম–মাহাবুব উচ্চ বিদ্যালয় হল রুমে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এড. কামেলা খানম রূপা, সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা, চন্দনাইশ পৌরসভার মেয়র মু. মাহাবুবুল আলম খোকা, দোহাজারী পৌরসভার মেয়র মো. লোকমান হাকিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহা প্রমুখ। পরে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।