চন্দনাইশে ৪ চেয়ারম্যানসহ ৩০ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

চন্দনাইশ প্রতিনিধি | সোমবার , ২০ ডিসেম্বর, ২০২১ at ৫:৫৮ পূর্বাহ্ণ

চন্দনাইশে গতকাল রোববার মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে ৭ ইউনিয়নে ৪ চেয়ারম্যান, সাধারণ সদস্য পদে ২২ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪ জনসহ ৩০ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।
চন্দনাইশ উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে গতকাল রোববার বরকল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান দক্ষিণ জেলা আ. লীগের সহ সভাপতি হাবিবুর রহমান, আবদুল আলীম, বৈলতলী ইউনিয়নে মো. মঈন উদ্দীন, ধোপাছড়ি ইউনিয়নে আবু ইউসুফ চৌধুরী ব্যক্তিগত কারণ দেখিয়ে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এছাড়া সাধারণ সদস্য পদে কাঞ্চনাবাদ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাদেকুর রহমান, ৯নং ওয়ার্ডের জয়নাল আবেদীন, জোয়ারা ইউনিয়নের ১নং ওয়ার্ডের যীশু বড়ুয়া, ২নং ওয়ার্ডের সুজিত কুমার বড়ুয়া, বরকল ইউনিয়নের ২নং ওয়ার্ডের মো. নাছির উদ্দীন, ৪নং ওয়ার্ডের মো. আরমান উদ্দীন, বরমা ইউনিয়নের ১নং ওয়ার্ডের রিজুয়ান করিম, ৪নং ওয়ার্ডের মো. হোসেন, ৫নং ওয়ার্ডের দেবাশীষ ধর, ৯নং ওয়ার্ডের মিজানুর রহমান, বৈলতলী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মো. বশির উদ্দীন ভূঁইয়া, ৪নং ওয়ার্ডের উজ্জল তালুকদার, ৬নং ওয়ার্ডের বানু মিয়া, ৯নং ওয়ার্ডের মো. শাহিদুল ইসলাম, মো. জাকির হোসেন, হাশিমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের শফিকুর রহমান, ৮নং ওয়ার্ডের স্বপন কুমার নাথ, ধোপাছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের মোস্তাক আহমদ, ৭নং ওয়ার্ডের আবদুর রহমান, ৮নং ওয়ার্ডের হেলাল উদ্দীন ও মো. মোসলেম উদ্দীন, ৯নং ওয়ার্ডের মোমিনুল হক। সংরক্ষিত মহিলা সদস্য পদে কাঞ্চনাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রোকসানা আকতার, জোয়ারা ইউনিয়নের ২নং ওয়ার্ডে সুলতানা ইয়াছমিন, হাশিমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের কহিনুর আকতার, ধোপাছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ইসমত আরা বেগমসহ ৩০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
চন্দনাইশ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মিনহাজুল ইসলাম জানান, উপজেলার ৭ ইউনিয়নে ৪ জন চেয়ারম্যানসহ ৩০ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন। তফসিল অনুযায়ী আজ সোমবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে বলে জানান তিনি। আগামী ৫ জানুয়ারী ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে ৩ চেয়ারম্যান প্রার্থীকে লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধআনোয়ারায় ৩৯ জনের প্রার্থিতা প্রত্যাহার বিদ্রোহী হয়েছেন ২ জন