চন্দনাইশে ৩ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩

চন্দনাইশ প্রতিনিধি | মঙ্গলবার , ২২ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:২৯ অপরাহ্ণ

চন্দনাইশ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে। আজ মঙ্গলবার(২২ ফেব্রুয়ারি) ভোররাতে পুলিশ এ অভিযান চালায়।

পুলিশ জানায়, ইয়াবা পাচারের সংবাদ গোপন সূত্রে পেয়ে একদল পুলিশ আজ মঙ্গলবার ভোররাতে চন্দনাইশ পৌরসভার দক্ষিণ গাছবাড়িয়াস্থ পেট্রোল পাম্পের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অবস্থান নেয়। এসময় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালায় পুলিশ।

ওইদিন ভোররাতে চট্টগ্রামমুখী একটি কাভার্ড ভ্যানে তল্লাশী চালিয়ে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এসময় দিনাজপুর জেলার চিরিবন্দর থানার আবদুলপুর ইউনিয়নের মকবুল হোসেনের পুত্র মো. মামুনুর রশিদ (৪৫) ও কক্সবাজার জেলার টেকনাফ নাথার টেকনাফ সদর ইউনিয়নের মাহমুদুল হাসান প্রকাশ তৈয়বের পুত্র ওয়াচ করিম প্রকাশ ইমাম হোসেনকে(২২) গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় পুলিশ মাদক পরিবহনের দায়ে কাভার্ডভ্যানটি জব্দ করে।

পুলিশের একই টিম একইদিন অপর এক অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ রাব্বি হোসেনকে(২০) গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত রাব্বি ঢাকা জেলার আশুলিয়া থানার পাথালিয়া ইউনিয়নের ডালিম মিয়ার পুত্র।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আনোয়ার হোসেন জানান, ইয়াবাসহ গ্রেপ্তারকৃত ৩ আসামিকে আজই আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধপিবিআইয়ের চূড়ান্ত প্রতিবেদনে মিতুর বাবার নারাজি
পরবর্তী নিবন্ধনির্বাচন কমিশন গঠনে নাম চূড়ান্ত করার বৈঠকে সার্চ কমিটি