চন্দনাইশে ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ৬ জনকে জরিমানা

নির্বাচনী আচরণবিধি ভঙ্গ

চন্দনাইশ প্রতিনিধি | শুক্রবার , ৩১ ডিসেম্বর, ২০২১ at ৬:০৩ পূর্বাহ্ণ

চন্দনাইশে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ৬ জনকে ৪ হাজার ৬০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার উপজেলার বৈলতলী ও বরমা ইউনিয়নে পৃথক এ অভিযান পরিচালিত হয়।
জানা যায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এঙিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বৈলতলী ও বরমা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালায়। এ সময় নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় বৈলতলী ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এসএম সায়েমকে ১ হাজার, বরমা ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলামকে ৫’শ এবং একই ইউনিয়নের হরিণ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী খোরশেদ আলম টিটুকে ২ হাজার, সাধারণ সদস্য প্রার্থী সাদেক হোসেনকে ৫’শ এবং নিজাম উদ্দিন নওশা মিয়াকে ৫’শ টাকা জরিমানা করেন। একইদিন ধূমপান ও তামাকজাত আইন ২০০৫ অনুযায়ী মো. জাফর আহমদ নামে একজনকে ১’শ টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এঙিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সাথে সকল প্রার্থীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণবিধি মেনে প্রচার-প্রচারণা কার্যক্রম চালানোর অনুরোধ জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় ২ প্রার্থীকে ৭ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধআ. লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু ২ জানুয়ারি