চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নে বিএনপি ঘোষিত ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন বিএনপি কার্যনির্বাহী কমিটির পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক প্রফেসর ডা. মহসিন জিল্লুর করিম। এসময় তিনি বলেন, শেখ হাসিনা বিগত ১৫ বছরে রাষ্ট্র কাঠামোকে ধ্বংস করেছে। দলীয় ও লুটপাঠ করে দেশের সবকিছু ধ্বংস করে দিয়েছে। এ থেকে উত্তোরণের লক্ষ্যে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সকলকে একযোগে এগিয়ে আসতে হবে। এসময় উপজেলা বিএনপির আহবায়ক সালাউদ্দিন চৌধুরী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. রফিক আহমদ, অ্যাড. আমিনুল হক চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য সচিব মোরশেদুল আলম চৌধুরী, মাহবুবুর রহমান চৌধুরী, ওবাইদুর রহমান বাহাদুর, মোঃ মাহবুবর রহমান, অ্যাড. অঞ্জন প্রসাদ, ওরশেদুল আলম চৌধুরী, সিরাজুল ইসলাম চৌধুরী, শাহাদাত হোসেন চৌধুরী, আবদুল আজিম, জয়নুল আবেদীন, ইউনুস রানা, মিসবাহ উদ্দিন, আব্দুল কাদের, আবুল কাশেম চৌধুরী, মাহবুব আলম, জাহাঙ্গীর আলম, সেলিম উদ্দিন প্রমুখ।