চন্দনাইশে ৩০ হাজার টাকা জরিমানা

পশুর ওষুধ বিক্রির দোকানে অভিযান

চন্দনাইশ প্রতিনিধি | মঙ্গলবার , ২৫ মে, ২০২১ at ৬:৪৫ পূর্বাহ্ণ

চন্দনাইশে পশুর ওষুধ বিক্রির দোকানে অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকেলে উপজেলার গাছবাড়িয়া কলেজ গেইট এলাকায় এসিল্যান্ড মাহফুজা জেরিনের নেতৃত্বে এ অভিযান চলে। এ সময় আয়াজ এগ্রো নামের ওই দোকান থেকে বেশ কিছু ওষুধ জব্দ করা হয়। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. আরিফ উদ্দিন বলেন, অভিযানে অনুমোদনহীন ওষুধ সংরক্ষণ, বিক্রি ও প্রাণী সম্পদ অধিদপ্তর কর্তৃক লাইসেন্স না থাকায় মৎস্য ও পশু খাদ্য আইন ২০১০ এর আলোকে দোকানের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় পুষ্টি সপ্তাহ জেলা পর্যায়ে সীতাকুণ্ড প্রথম
পরবর্তী নিবন্ধ‘অপ্রয়োজনে’ ৩৩৩-এ ফোন, তরুণকে সতর্ক করলেন ইউএনও