চন্দনাইশ পৌরসভা নির্বাচনে আজ মঙ্গলবার (২৬ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ২ মেয়র ও ৪ কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
মনোনয়নপত্র প্রত্যাহারকারীরা হলেন মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী চেমন আরা বেগম ও মো. ইখতিয়ার হোসেন।
কাউন্সিলর প্রার্থীরা হলেন ৩নং ওয়ার্ডের আবুল কালাম আজাদ, ৬নং ওয়ার্ডের আবু জাফর ও আবু তাহের এবং ৮নং ওয়ার্ডের নুরুন্নবী।
চন্দনাইশ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মিনহাজুল ইসলাম জানান, আজ ২৬ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে ২ মেয়র প্রার্থী এবং ৪ কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। ফলে চন্দনাইশ পৌরসভা নির্বাচনে এখন মেয়র পদে ৪, সংরক্ষিত আসনে ৯ ও কাউন্সিলর পদে ৪৭ জনসহ মোট ৬০ জন প্রার্থী রয়েছেন। আগামীকাল বুধবার (২৭ জানুয়ারি) প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে এবং ১৪ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।