চন্দনাইশে ২ মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১

চন্দনাইশ প্রতিনিধি | শনিবার , ১০ সেপ্টেম্বর, ২০২২ at ৯:৫৮ অপরাহ্ণ

চন্দনাইশে ২ মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১ জন গুরুতর আহত হয়েছেন।

আজ শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কাঞ্চনাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতের নাম মো. রুবেল হোসেন (২৩)। তাকে স্থানীয় বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চন্দনাইশের কাঞ্চনাবাদ ইউনিয়নের শাহসুফি দরবার শরীফের সামনে বিপরীতমুখী দু’টি মালবাহী ট্রাক (নং-চট্টমেট্রো-ড-১১-৩৩২৯) এবং (ঢাকা মেট্টো-ট-২৪-২৪৮২) নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে পতিত হয়।

এসময় দু’টি ট্রাকের সম্মুখভাগ বেশ ক্ষতিগ্রস্থ হয়।

সংঘর্ষে কক্সবাজার জেলার রামু ঈদগাঁ এলাকার আসাদুল হকের পুত্র মো. রুবেল হোসেন (২৩) গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেন।

সংঘর্ষের পরপর মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হলেও পুলিশ দ্রুত দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহমদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনা কবলিত ট্রাক ২টি জব্দ করে থানায় নিয়ে আসে। মূলত বৃষ্টিপাত হওয়ায় মহাসড়ক পিচ্ছিল হয়ে কিছু দুর্ঘটনা ঘটছে। এ অবস্থায় চালকদের আরো সতর্ক হতে হবে।

এ ব্যাপারে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধরেকর্ড দামে স্বর্ণ
পরবর্তী নিবন্ধরাণী দ্বিতীয় এলিজাবেথের শেষ যাত্রা ১৯ সেপ্টেম্বর