ডাম্পারে করে পাচারের সময় ২০ হাজার ইয়াবাসহ মো. বাবুল মিয়া (৩৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে দোহাজারী তদন্ত কেন্দ্রের পুলিশ। গত বৃহস্পতিবার ভোরে চন্দনাইশের দোহাজারী পৌর সদর এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পুলিশ এ অভিযান চালায়। এ সময় ইয়াবা বহনকাজে ব্যবহৃত ডাম্পারটিও জব্দ করে পুলিশ।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে দোহাজারী পৌরসদরস্থ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে পুলিশ বিভিন্ন যানবাহনে তল্লাশি শুরু করে। এ সময় চট্টগ্রামমুখী নাম্বারবিহীন একটি ডাম্পারকে সিগন্যাল দিয়ে থামিয়ে তল্লাশি চালিয়ে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ ডাম্পারে থাকা দোহাজারী পৌরসভার ৮নং ওয়ার্ড হাছনদন্ডি কাজীরপাড়া ফকিরবাড়ি এলাকার আহাম্মদ কবিরের পুত্র মো. বাবুল মিয়াকে গ্রেপ্তার করে ডাম্পারটিও জব্দ করে। ইয়াবাসহ গ্রেপ্তার বাবুলের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুলিশ বাদী হয়ে চন্দনাইশ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন সরকার জনান, ইয়াবাসহ গ্রেপ্তার বাবুলকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।