চন্দনাইশে ১৬ ইটভাটাকে ২৩ লাখ টাকা জরিমানা

চন্দনাইশ প্রতিনিধি | শুক্রবার , ১ জানুয়ারি, ২০২১ at ৬:৩৬ পূর্বাহ্ণ

চন্দনাইশে ১৬টি ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিপ্তর। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী অভিযানে ছাড়পত্র ছাড়া অবৈধভাবে ইট পোড়ানোর অপরাধে ইটভাটাগুলোকে ২৩ লাখ টাকা জরিমানা করা হয়। আগামী ২ মাসের মধ্যে এসকল অবৈধ ইটভাটা গুটিয়ে নেয়ার শর্তে মালিক পক্ষ থেকে মুচলেকাও নেয়া হয়। অভিযানে উপজেলার হাশিমপুর বাগিচাহাট খান বটতল এলাকায় কেবি এবং ২ বিএম নামে ২টি ইটভাটার চিমনি ছিদ্র করে কার্যক্রম বন্ধ করা হয় এবং ১ লাখ টাকা করে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া কাঞ্চনাবাদ এলাকার বিবিএম, এমএইচওয়াই, বিবিসি, ৩ বিএম, ৪ বিএম, সিবিএম, কেবিএম, এমআরবি, এমবিএম, আরবিএম, এইচবিএল, এইচবিএম, এমএসবি এবং ৫ বিএম নামে ১৪টি ইটভাটার প্রতিটিকে দেড় লাখ টাকা করে ২১ লাখ টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আলমগীর, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক আফজারুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী চন্দন বিশ্বাসসহ বিপুল সংখ্যক পুলিশ, র‌্যাব ও চন্দনাইশ ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক আফজারুল ইসলাম জানান, অবৈধভাবে গড়ে উঠা ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ইট পোড়ানোর অপরাধে ১৬টি ইটভাটায় অভিযান চালানো হয়। এসকল ইটভাটাকে ২৩ লাখ টাকা জরিমানা করা হয়। ধারাবাহিকভাবে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারী মাদরাসার দস্তারবন্দী সম্মেলন আজ
পরবর্তী নিবন্ধ‘ফলদ বাংলাদেশ’র ৫১২ কিমি পদযাত্রা