করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকারিভাবে দ্বিতীয় দফায় লকডাউন চলছে। চলমান লকডাউনের ৬ষ্ঠ দিনে চন্দনাইশে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে লকডাউনের শর্ত ভঙ্গ করায় ১৩ জনকে ৫ হাজার ৬০০ টাকা জরিমানা করেন।
গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলার হাশিমপুর বাগিচাহাট এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে কামাল উদ্দিনকে ২ হাজার, কুতুব উদ্দিনকে ১ হাজার, কাজল বৈদ্য ও মো. হারুনকে ৫শ টাকা করে ১ হাজার, তৌহিদুল ইসলাম, এটম চাকমা, নুরুল ইসলাম, মো. কায়সার, মো. দিদার, আব্দুর রহমান ও সুমন দাশকে ২শ টাকা করে ১ হাজার ৪শ টাকা, আব্দুল জলিল ও আব্দুল কালামকে ১শ টাকা করে ২শ টাকাসহ মোট ৫ হাজার ৬শ টাকা জরিমানা করা হয়।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দীন সরকারের নেতৃত্বে একদল পুলিশ অভিযানে সহযোগিতা করেন। সহকারী কমিশনার (ভূমি) জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।










