চন্দনাইশে ১,২৬৫ কার্টন বিদেশি সিগারেটসহ গ্রেপ্তার ২

চন্দনাইশ প্রতিনিধি | বৃহস্পতিবার , ৭ এপ্রিল, ২০২২ at ৬:১২ পূর্বাহ্ণ

চন্দনাইশ থানা পুলিশ অভিযান চালিয়ে ৬ লক্ষ টাকা মূল্যের ১ হাজার ২৬৫ কার্টন বিদেশী সিগারেটসহ ২ পাচারকারীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তাররা হল মো. আবদুল গফুর প্রকাশ হাসান (৩৮) ও মো. জাহিদুল ইসলাম (১৯)। গতকাল বুধবার সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ দোহাজারী পৌরসদরে এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, বিপুল পরিমাণ বিদেশী সিগারেট পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে দোহাজারী তদন্ত কেন্দ্রের একদল পুলিশ দোহাজারী পৌরসদরস্থ সিঙ্গার শো-রুমের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসায়। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রামমুখী একটি জিপকে থামিয়ে তাতে তল্লাশী চালিয়ে ১ হাজার ২৬৫ কার্টন বিদেশী সিগারেট জব্দ করে। যার মূল্য প্রায় ৬ লাখ টাকা। এ সময় গাড়িতে থাকা ২ পাচারকারীকে গ্রেপ্তার করে পুলিশ। সিগারেট চোরাচালানে ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়। এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে চন্দনাইশ থানায় বিশেষ ক্ষমতা আইনে ১টি মামলা দায়ের করে।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, বিদেশী সিগারেটসহ গ্রেপ্তার ২ পাচারকারীকে গতকালই আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআওয়ামী লীগ থাকলে উপজেলাতেও ‘ট্রাফিক জ্যাম হবে’ : তাজুল
পরবর্তী নিবন্ধ১৮ ব্যবসায়ীকে ১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা