চন্দনাইশে ১০ ব্যবসায়ীকে জরিমানা

অধিক মূল্যে পণ্য বিক্রি

চন্দনাইশ প্রতিনিধি | রবিবার , ১০ এপ্রিল, ২০২২ at ৭:১৫ পূর্বাহ্ণ

চন্দনাইশ উপজেলার বিভিন্ন হাট বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে অধিক মূল্যে পণ্য বিক্রির করার অপরাধে ১০ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন। গত শুক্রবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলা সদর, খানহাট ও বাগিচাহাট বাজারে এ অভিযান পরিচালিত হয়।
জানা যায়, পবিত্র মাহে রমজান উপলক্ষে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করছে প্রশাসন। তারই ধারাবাহিকতায় গত শুক্রবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী উপজেলার সদর, খাঁনহাট ও বাগিচাহাট এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় অধিক মূল্যে পণ্য বিক্রি ও দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না টাঙানোর অপরাধে ১০ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেন। রমজানে বাজার নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

পূর্ববর্তী নিবন্ধতিনদিনব্যাপী চলবে ঐতিহ্যবাহী খেলাধুলা
পরবর্তী নিবন্ধডা. মোস্তফা কামাল আজীবন মানুষের সেবা করে গেছেন