চন্দনাইশ থানা পুলিশ অভিযান চালিয়ে ছালেহ আহমদ (৪৫) নামে ১০ বছরের সাজা ও ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে। গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এ অভিযান চালায়। চন্দনাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মজনু মিয়া বলেন, আসামি ছালেহ আহমদ ৫ বছর ধরে পলাতক ছিলেন। সর্বশেষ গত বুধবার রাতে পুলিশ গোপন সূত্রে জানতে পারে ছালেহ আহমদ সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নে অবস্থান করছেন। পরে রাতেই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ছালেহ আহমদ চন্দনাইশের দোহাজারী পৌরসভার দিয়াকুল সিকদারপাড়ার মৃত মুন্সি মিয়ার পুত্র।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, ধৃত আসামিকে গতকাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।