চন্দনাইশের দোহাজারী পৌরসদরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কে চলাচলরত ৬টি বাসকে হাইড্রলিক হর্ন ব্যবহার করার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা করেছে।
আজ মঙ্গলবার (২৫ জুলাই) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়।
জানা যায়, যানবাহনে হাইড্রলিক হর্ন ব্যবহার বন্ধে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েকের নেতৃত্বে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী পৌরসদরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এসময় হাইড্রলিক হর্ন ব্যবহার করায় ৬টি বাসকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া ১০টি হাইড্রলিক হর্ন জব্দ করা হয়। একইদিন নিষিদ্ধ পলিথিন বিক্রয় করায় দোহাজারী সদরের হক স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রায় ৪০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর বিভিন্ন ধারায় এই অর্থদণ্ড প্রদান করা হয় বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অভিযানে আরো উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক ঊর্মি সরকারসহ অন্যান্যরা। অভিযানে সার্বিক সহযোগিতা করে দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ সদস্য।












