চন্দনাইশে হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪

চন্দনাইশ প্রতিনিধি | শুক্রবার , ৯ অক্টোবর, ২০২০ at ১০:৪৮ পূর্বাহ্ণ

চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলার আসামিসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ বুধবার রাতে উপজেলার পশ্চিম কেশুয়া এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামি নাজিম উদ্দীন প্রকাশ শামশুল ইসলামকে গ্রেপ্তার করে। একই রাতে পুলিশের অপরদল উপজেলার দোহাজারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ডাক বাংলা কলোনিতে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ ইদ্রিসকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ২ বছরের সাজা ও ১০ হাজার টাকা অর্থদণ্ড রয়েছে বলে জানায় পুলিশ। এছাড়া উপজেলার পশ্চিম এলাহাবাদ এলাকায় অভিযান চালিয়ে সিআর পরোয়ানাভুক্ত আসামি আইয়ুব আলী ও দোহাজারী পৌরসভার মজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন সরকার বলেন, গ্রেপ্তারকৃত ৪ আসামিকে গতকাল বৃহস্পতিবার আদালতে প্রেরণ করলে আদালত তাদের জেলহাজতে প্রেরণ করেন।

পূর্ববর্তী নিবন্ধছবি পালিত
পরবর্তী নিবন্ধব্রয়লার মুরগিতে ক্ষতিকর উপাদান পরীক্ষা করতে বললেন কৃষিমন্ত্রী