চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার ৪ দিন পর মৃত্যু

চন্দনাইশ প্রতিনিধি | সোমবার , ২৪ মে, ২০২১ at ৭:২৮ অপরাহ্ণ

চন্দনাইশের দোহাজারী পৌরসদরে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার ৪ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন জামাল উদ্দিন (৪০) নামে এক ব্যবসায়ী।
আজ সোমবার (২৪ মে) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মৌসুমী ফল ও কাঁচা সবজি বিক্রেতা জামাল উদ্দিন গত ২১ মে (শুক্রবার) সকালে ব্যবসায়িক মালামাল ক্রয় করার উদ্দেশ্যে বাজারে যাচ্ছিলেন।
ওই সময় হাজারী টাওয়ারের সামনে পৌঁছলে নম্বরবিহীন একটি যাত্রীবাহী পিকআপ তাকে পেছন থেকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তাকে চমেক হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার সকালে মারা যান তিনি।
নিহত জামাল উদ্দিন সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের বাইধ্যাখালি এলাকার মো. ইসমাইলের পুত্র। তবে তিনি দীর্ঘদিন ধরে দোহাজারী পৌরসভার উল্লাপাড়ায় বসবাস করে তার ব্যবসা চালিয়ে আসছিলেন।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক গাড়িটি থানায় আটক আছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী নিবন্ধদেশে করোনায় আরও ২৫ জনের মৃত্যু, শনাক্ত ১৪৪১
পরবর্তী নিবন্ধচন্দনাইশে পশুর ঔষধ বিক্রির দোকানকে ৩০ হাজার টাকা জরিমানা