করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি প্রতিপালন ও মাস্ক পরিধানের নির্দেশনা না মানায় চন্দনাইশে ১৩টি মামলায় ৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার(২৬ জানুয়ারি) চন্দনাইশ পৌরসভা ও বৈলতলী ইউনিয়নে পৃথক অভিযানগুলো পরিচালনা করা হয়।
জানা যায়, বর্তমানে করোনাভাইরাসের সংক্রমণ উর্ধ্বমুখী হলেও উপজেলার কোথাও সরকারি নির্দেশনা মতো স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না।
এ খবর পেয়ে আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত চন্দনাইশ পৌরসভা সদর ও বৈলতলী ইউনিয়নে পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন।
এসময় স্বাস্থ্যবিধি না মানা এবং মুখে মাস্ক পরিধান না করায় ১৩টি মামলা করা হয়। এসব মামলায় ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে সাধারণ মানুষকে মাস্ক পরিধান সহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয় এবং স্বাস্থ্যবিধি না মানলে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে প্রচারণা চালানো হয়। একই সাথে সাধারণ জনগণের মাঝে মাস্ক বিতরণ করা হয়।