চন্দনাইশে পারিবারিক কলহের জের ধরে এক সিএনজি টেক্সি চালক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। তার নাম মো. বাচা মিয়া (৩২)। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার হাশিমপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। খবর পেয়ে চন্দনাইশ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাড়ির ভিতর থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে নিহত বাচা মিয়ার ভাই মো. জাবেদ বাদি হয়ে চন্দনাইশ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।
জানা যায়, উপজেলার সাতবাড়িয়া এলাকার বাচা মিয়া পেশায় সিএনজি টেক্সি চালক। বেশ কয়েক বছর আগে তিনি হাশিমপুর ইউনিয়নের দক্ষিণ হাশিমপুর এলাকার রোজিনা আকতারকে বিয়ে করেন। তাদের সংসারে রয়েছে ২টি কন্যা সন্তান। এরমধ্যে গতবছর বাচা মিয়া বান্দরবান জেলার বালাঘাটা এলাকার শাহেদা আকতার নামে অপর এক মহিলাকে বিয়ে করেন। বিষয়টি জানাজানি হলে ১ম স্ত্রী রোজিনার সঙ্গে তার মনোমালিন্য শুরু হয়। পরবর্তীতে বাচা মিয়া তার ২য় স্ত্রীকে নিয়ে বালাঘাটা এলাকায় চলে যায় এবং সেখান থেকে আসা যাওয়ার মধ্যে থাকতেন।
এদিকে গত বৃহস্পতিবার রাতে দক্ষিণ হাশিমপুরস্থ নিজ বাড়িতে আসেন বাচা মিয়া। পরদিন শুক্রবার ঘরের বিমে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় মেম্বারকে বিষয়টি জানানো হয়। তিনি পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দীন সরকার জানান, নিহত বাচা মিয়ার ২ সংসার। এ নিয়ে ১ম স্ত্রীর সঙ্গে তার মনোমালিন্য ছিল। এর জের ধরে প্রথম স্ত্রী দুই মেয়েকে নিয়ে বাপের বাড়িতে থাকত। এসব অশান্তি ও মনোমালিন্যের কারণে তিনি বাড়িতে এসে আত্মহত্যা করেছেন বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।