চন্দনাইশে সাবেক বিচারপতি আবদুস সালাম মামুনের মতবিনিময়

চন্দনাইশ প্রতিনিধি | রবিবার , ২৪ আগস্ট, ২০২৫ at ৮:২৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও সাবেক বিচারপতি আবদুস সালাম মামুন চট্টগ্রাম১৪ চন্দনাইশসাতকানিয়া (আংশিক) সংসদীয় এলাকার বিএনপির নেতাকর্মীসহ সর্বস্তরের জনসাধারণের সাথে মতবিনিয়ম করেন। গত শুক্রবার চন্দনাইশের বুলারতালুকস্থ তার কার্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি হলো এদেশের জনগণের দল। এদেশের জণগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। এদেশের সকল স্বৈরাচার ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নেতৃত্বদানকারী দল বিএনপি। যখনই স্বৈরাচার ও ফ্যাসিবাদ মাথাছাড়া দিয়ে উঠেছে, তখনই বিএনপি আন্দোলন সংগ্রামের মাধ্যমে এদেশের গণতন্ত্র ফিরিয়ে এনেছে। দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও মো. ফারুকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা যুবদল নেতা আবু বক্কর, পৌরসভা বিএনপি নেতা আলমগীরুল ইসলাম, মো. সোলাইমান, ফোরকানুল ইসলাম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ নাথ কল্যাণ সমিতি বিভাগীয় সম্মেলন
পরবর্তী নিবন্ধকর্ণফুলী এক্স-ক্যাডেট এসোসিয়েশনের নবগঠিত কমিটির অভিষেক