চন্দনাইশে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৩

চন্দনাইশ প্রতিনিধি | মঙ্গলবার , ১৫ জুন, ২০২১ at ১১:২৫ পূর্বাহ্ণ

চন্দনাইশ থানা পুলিশ অভিযান চালিয়ে সাজা ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৩ আসামিকে গ্রেপ্তার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গতকাল সোমবার ভোররাতে এ অভিযান চালায়।
পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চন্দনাইশ থানার পুলিশের একটি দল উপজেলার সাতবাড়িয়া নগরপাড়া এলাকায় অভিযান চালিয়ে এলাকার মৃত রঞ্জু মিয়ার পুত্র জিআর মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. জামাল উদ্দিন (৩৫), একই রাতে উপজেলার বরকল ইউনিয়নে অভিযান চালিয়ে আকতার কামালের পুত্র সিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি মোস্তফা কামাল ও হাশিমপুর ইউনিয়নের মোয়াজ্জেম বাড়িতে অভিযান চালিয়ে মৃত সমি উদ্দিনের পুত্র সিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি নুরুল আলমকে গ্রেপ্তার করে। চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন সরকার জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধধর্ষণ মামলা নুরসহ ৪ জনকে অব্যাহতি
পরবর্তী নিবন্ধঅভিযুক্ত ইয়াকুবকে গ্রেপ্তারের দাবি