চন্দনাইশে ২ কেজি গাঁজা ও ৬০ পিস ইয়াবাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, উপজেলার বৈলতলী ব্রিজের উত্তর মাথা এলাকা থেকে গাঁজাসহ ধরা পড়েন সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা এলাকার ওমর আলীর পুত্র মো. তাজুল ইসলাম (৩৬) ও ছদাহা ইউনিয়নের মো. নুরুল আলমের পুত্র মো. মহিউদ্দিন (২২)।
অন্যদিকে দক্ষিণ হাশিমপুর এলাকায় ইয়াবাসহ গ্রেপ্তার হন ৮নং ওয়ার্ড এলাকার জসিম উদ্দীনের পুত্র সাইফ উদ্দিন (২৫)। গ্রেপ্তার অপরজন হলেন গাছবাড়িয়া কাঞ্চনপাড়া এলাকার আবদুল আলীমের পুত্র মো. আলমগীর। তিনি জিআর মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।
চন্দনাইশ থানার ওসি নাসির উদ্দিন সরকার বলেন, এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল তাদের আদালতে সোপর্দ করা হয়।