চন্দনাইশ থানা পুলিশ অভিযান চালিয়ে ৫ বছরের সাজাপ্রাপ্ত ১ আসামীসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে।
গতকাল শুক্রবার (২০ নভেম্বর) রাতে পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে উপজেলার দোহাজারী পৌরসভাধীন ডাকবাংলো এলাকায় পুলিশদল অভিযান চালিয়ে মৃত আলী আহমদের পুত্র জিআর মামলার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী মো. আনু মিয়া (৫৪), একই রাতে পুলিশের অপরদল উপজেলার গাছবাড়িয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে মৃত নুরুন্নবীর পুত্র নন-জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামী আবু ছৈয়দ (২৬) এবং বরমা ইউনিয়নের চর বরমা এলাকায় অভিযান চালিয়ে আবু তাহেরের পুত্র সিআর মামলার পরোয়ানাভুক্ত আসামী ইকবাল হোসেন(৩০)কে গ্রেপ্তার করে।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত আসামীদের গ্রেপ্তার করা হয়। তাদের আজ শনিবার (২১ নভেম্বর) আদালতে প্রেরণ করা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়।