চন্দনাইশে সমাজসেবা দপ্তরের ক্রীড়া সামগ্রী বিতরণ

| শুক্রবার , ১২ মে, ২০২৩ at ৬:০১ পূর্বাহ্ণ

চন্দনাইশ উপজেলা উন্নয়ন তহবিল হতে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আওতায় বিভিন্ন এতিমখানা ও নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থা সমূহে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়। ১৯ টি এতিমখানা ও ৬ টি স্বেচ্ছাসেবী সংস্থাকে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, দাবা, কেরাম এবং বই বিতরণ করা হয়। উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা প্রকোশলী জুনায়েদ আবছার চৌধুরী, উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য সঞ্চিতা বড়ুয়া, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মো. হেলাল উদ্দীন চৌধুরী, চন্দনাইশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপ্রধান সেলিনা আকতার রওশন চৌধুরী, মাওলানা এ টি এম সাত্তার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মাঠ তত্বাবধায়ক শফিউল আজিম। বক্তারা বলেন, শিশু ও তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক হওয়া উচিৎ উপজেলা উন্নয়ন তহবিল হতে প্রদত্ত এসব ক্রীড়া সামগ্রী ও বই এতিম শিশুদের সার্বিক বিকাশে ভূমিকা রাখবে।

পূর্ববর্তী নিবন্ধঅভিনেত্রীদের পুরস্কারের বাইরে রাখা অবমাননাকর
পরবর্তী নিবন্ধদক্ষিণ মাদারবাড়ী বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সম্পন্ন