চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক আহত

চন্দনাইশ প্রতিনিধি | রবিবার , ১ ডিসেম্বর, ২০২৪ at ১০:৩৪ পূর্বাহ্ণ

চন্দনাইশে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ির ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন প্রবীণ সাংবাদিক এসএম রহমান (৬৫)। গতকাল শনিবার বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার সাতঘাটিয়া পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, পেশাগত দায়িত্ব পালন শেষে সাংবাদিক এসএম রহমান সিএনজি অটোরিকশা যোগে বাড়ি ফিরছিলেন। এ সময় তাকে বহনকারী সিএনজি অটোরিকশাটি গাছবাড়িয়াবরকলআনোয়ারা আঞ্চলিক সড়কের সাতঘাটিয়া পুকুরপাড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি সিএনজি অটোরিকশার সাথে ধাক্কা লাগে। এ সময় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চন্দনাইশ হাসপাতালে নিয়ে যান।

তিনি দৈনিক নয়া দিগন্তের পটিয়াচন্দনাইশ সংবাদদাতা হিসেবে কর্মরত আছেন।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ১১ জন
পরবর্তী নিবন্ধইসলামিক ফ্রন্ট চট্টগ্রাম মহানগরের সমাবেশ