চন্দনাইশে ৫০তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের উপজেলা পর্যায়ের শীতকালীন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। গতকাল সোমবার সমাপনী দিনে ক্রিকেট প্রতিযোগিতা কাশেম মাহবুব উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় কাশেম মাহাবুব উচ্চ বিদ্যালয় দল দোহাজারী উচ্চ বিদ্যালয় দলকে ৩ ইউকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পরে বিদ্যালয় হল রুমে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আবদুল জব্বার চৌধুরী। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহা’র সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন, একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়, প্রধান শিক্ষক বিজয়ান্দ বড়ুয়া, রতন কান্তি বড়ৃয়া প্রমুখ। পরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝের পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্যরা।