চন্দনাইশে শিশু অপহরণ মামলার আসামি গ্রেপ্তার

চন্দনাইশ প্রতিনিধি | শনিবার , ১৬ এপ্রিল, ২০২২ at ৬:২৭ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়া হারবাং এলাকা থেকে শিশু অপহরণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে চন্দনাইশ থানা পুলিশ। গত বৃহস্পতিবার ভোর রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। গ্রেপ্তার আবদুল হাকিম প্রকাশ মো. রফিক (৫০) হারবাং ইউনিয়নের ৩নং ওয়ার্ড নয়াপাড়া এলাকার মৃত ছিদ্দিক আহম্মদের পুত্র।
পুলিশ জানায়, ২০২১ সালের ৩০ জুলাই বিকেলে ধৃত আসামি আবদুল হাকিম চন্দনাইশের বৈলতলী ইউনিয়নের জাফরাবাদ এলাকার সুইখ্যার বাড়ি থেকে নাবিলা সুলতানা ইস্পা নামে ৩ বছরের এক শিশুকে কৌশলে অপহরণ করে নিয়ে যায়। এ ব্যাপারে থানায় অপহরণ মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে অপহরণের ২দিন পর অপহৃত শিশু নাবিলাকে উদ্ধার করতে পারলেও অপহরণকারী আবদুল হাকিম পালিয়ে যায়। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে ওই মামলার আসামি আবদুল হাকিমকে গোপন সংবাদের ভিত্তিতে হারবাং এলাকা থেকে গত বৃহস্পতিবার ভোর রাতে গ্রেপ্তার করতে সক্ষম হয় চন্দনাইশ থানা পুলিশ।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তারকৃত শিশু অপহরণ মামলার আসামি আবদুল হাকিমকে আদালতে হাজির করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে শিশু ধর্ষণের মামলায় ধর্ষক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে হাতির হামলায় নিহত এক