চন্দনাইশে শিক্ষা বিস্তারে অবদান রেখেছেন ওয়াহেদ মাস্টার

স্মরণসভায় বক্তারা

চন্দনাইশ প্রতিনিধি | শনিবার , ২৯ মে, ২০২১ at ৫:১৭ পূর্বাহ্ণ

চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল ওয়াহেদ মাস্টারের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। সভায় দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, সাতবাড়িয়ায় ১টি হাইস্কুল ও ১টি প্রাইমারি স্কুল প্রতিষ্ঠা করে এ অঞ্চলে শিক্ষা বিস্তারে অবদান রেখেছেন ওয়াহেদ মাস্টার।
তার স্বপ্ন ছিল সাতবাড়িয়ার জনগণকে শিক্ষিত করা। সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আবু আহমেদ চৌধুরী জুনু, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সদস্য আবদুল কৈয়ুম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সি. সহ-সভাপতি আবুল বশর ভূঁইয়া, সহ-সভাপতি এড আবদুল হান্নান, মাস্টার আহসান ফারুক, কায়সার উদ্দিন চৌধুরী, চন্দনাইশ সমিতি চট্টগ্রামের সভাপতি আবু তাহের চৌধুরী, মরহুমের ছেলে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাখাওয়াত হোসেন শিবলী, আওয়ামী লীগ নেতা হেলাল উদ্দিন চৌধুরী, হুমায়ুন কবির, মো. ইদ্রিস মেম্বার, মাহাবুবুল আলম বাবুল, এড সিরাজুদ্দৌলা, আবদুল্লাহ আল নোমান বেগ, এড নাসির উদ্দীন, নবাব আলী, জাহাঙ্গীর আলম মেম্বার, বেলাল হোসেন মিঠু, শেখ হেলাল উদ্দিন, আফনান ইসলাম, যুবলীগ নেতা মুরিদুল আলম, আবু মুছা তছলিম, লোকমান হাকিম, আমিনুল ইসলাম কায়সার প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম কলেজে শহীদ শাহাদাতের স্মৃতিস্তম্ভ স্থাপনের দাবি
পরবর্তী নিবন্ধডিসি হিলে কোয়ান্টাম ফাউন্ডেশনের অনুষ্ঠান