চন্দনাইশে মাদ্রাসা শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে ১ শিক্ষককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত শিক্ষকের নাম হাফেজ মো. তমিজ উদ্দিন (২৫)। গতকাল সোমবার সকালে মাদ্রাসা থেকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে ভিকটিম শিশুটির পিতা বাদি হয়ে চন্দনাইশ থানায় একটি মামলা দায়ের করেন। জানা যায়, চন্দনাইশ পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গাছবাড়িয়াস্থ তালিমুল ইসলাম মাদ্রাসা, হেফজখানা ও এতিম খানায় বিগত ২ মাস পূর্বে শিক্ষকতায় যোগ দেন কঙবাজারের মহেশখালীর কালামারছড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মৃত মো. হোসেন আলীর পুত্র হাফেজ মো. তমিজ উদ্দিন। ঘটনার দিন গত রবিবার রাত আনুমানিক ১০টার দিকে মাদ্রাসায় থাকা ওই শিশু শিক্ষার্থীকে শিক্ষক তার রুমে ডেকে নিয়ে জোরপূর্বক বলাৎকার করে। পরদিন গতকাল সোমবার সকালে বলাৎকারের শিকার শিশুটি বাড়িতে গিয়ে ঘটনা সম্পর্কে তার মা ও বাবাকে জানায়। এরপর শিশুটির পিতা মাদ্রাসায় উপস্থিত হয়ে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মাদ্রাসা কর্তৃপক্ষকে এ বিষয়ে অবহিত করেন। এসময় খবর পেয়ে ৮নং ওয়ার্ডের কাউন্সিলর আবু তৈয়ব মাদ্রাসায় উপস্থিত হয়ে অভিযুক্ত শিক্ষক তমিজ উদ্দিনকে মাদ্রাসার একটি কক্ষে আটকে রাখে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে ওই শিক্ষককে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে বলাৎকারের শিকার শিশুটির পিতা বাদী হয়ে হাফেজ মো. তমিজ উদ্দিনকে আসামি করে চন্দনাইশ থানায় একটি মামলা দায়ের করেন। স্থানীয় কাউন্সিলর আবু তৈয়ব জানান, ঘটনার খবর পেয়ে তিনি সকালে মাদ্রাসায় উপস্থিত হয়ে অভিযুক্ত শিক্ষককে বিক্ষুদ্ধ জনতার মারধর থেকে রক্ষার জন্য মাদ্রাসার একটি কক্ষে তালাবদ্ধ করে রাখেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়। চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন সরকার জানান, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে চালান দেয়া হবে।












