চন্দনাইশে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ল ২টি বসতঘর। গত শুক্রবার রাতে উপজেলার বরকল ইউনিয়নের কানাইমাদারী আদর্শপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থরা।
জানা যায়, শুক্রবার রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মো. আরিফ খান ও ইমন খানের ২টি বসতঘর পুড়ে যায়। অগ্নিকাণ্ডের সময় পরিবারের সদস্যরা এক কাপড়ে ঘর থেকে বের হতে পারলেও কোন জিনিসপত্র বের করতে পারেনি। ফলে নগদ টাকা, স্বর্ণালংকার, মূল্যবান মালামালসহ পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে চন্দনাইশ দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
চন্দনাইশ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. শাহ আলম খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।