চন্দনাইশে রান্নাঘরে গৃহবধূর লাশ : স্বামী রাসেল বড়ুয়া র‌্যাবের জালে

চন্দনাইশ প্রতিনিধি | বৃহস্পতিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৪ at ১২:৪১ অপরাহ্ণ

চন্দনাইশের বরকল ইউনিয়নের কানাইমাদারী বড়ুয়াপাড়ার রান্নাঘর থেকে গৃহবধূ অনন্যা বড়ুয়ার লাশ উদ্ধারের ঘটনায় আত্মহত্যার প্ররোচণায় দায়েরকৃত মামলার আসামি রাসেল বড়ুয়াকে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার করেছে র‌্যাব-৭।

বুধবার (৩১ জানুয়ারি) মধ্যরাতে চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকা থেকে র‌্যাবের এর একটি দল তাকে গ্রেফতার করে।

আজ বৃহস্পতিবার সকালে চন্দনাইশ থানায় তাকে সোপর্দ করে। সে পালিয়ে যাচ্ছিল বলে জানা গেছে। চন্দনাইশ থানা পুলিশ আজ দুপুরে তাকে আদালতে সোপর্দ করেছে।

উক্ত ঘটনায় দায়েরকৃত মামলার তদন্ত কর্মকর্তা এসআই ইখতিয়ার দৈনিক আজাদীকে জানান, অনন্যা বড়ুয়ার স্বামী মামলার মূল আসামি রাসেল বড়ুয়াকে আজ দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

‌উল্লেখ্য, বরকল ইউনিয়নের ৫নং ওয়ার্ড কানাইমাদারী বড়ুয়া পাড়ার রাসেল বড়ুয়ার স্ত্রী অনন্যা বড়য়ার লাশ গত রবিবার (২৮ জানুয়ারি) সকালে রানাঘরের বিমের সাথে গলায় গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করে চন্দনাইশ থানা পুলিশ।

এ ব্যাপারে অনন্যা বড়ুয়ার পিতা বিপ্লব বড়ুয়া রবিবার রাতেই আত্মহত্যার প্ররোচণার অভিযোগ এনে মেয়ের স্বামী রাসেল বড়ুয়ার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

পূর্ববর্তী নিবন্ধঅভ্যুত্থানের ৩ বছরে প্রথমবার বেকায়দায় মিয়ানমারের জান্তা প্রধান
পরবর্তী নিবন্ধআনোয়ারায় মধ্যরাতে তিন লাখ টাকা দামের দুই মহিষ চুরি