চন্দনাইশ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে দুই যাত্রীর হেফাজতে থাকা একটি দেশীয় তৈরি সচল পাইপ গান উদ্ধার করেছে। গত শুক্রবার রাতে চট্টগ্রাম–কক্সবাজার জাতীয় মহাসড়কের চন্দনাইশস্থ বিজিসি ট্রাস্ট এলাকা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, অস্ত্র পাচারের সংবাদ গোপন সুত্রে পেয়ে চন্দনাইশ থানার একদল পুলিশ শুক্রবার রাতে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ বিজিসি ট্রাস্ট এলাকায় চেকপোস্ট বসায়। এসময় কঙবাজার থেকে ছেড়ে আসা পাবনাগামী পাবনা এক্সপ্রেস নামক একটি যাত্রীবাহী বাস (রেজিঃ নং–ঢাকা মেট্রো–ব ১৫–০৬৫০) তল্লাশি চালায়। এসময় বাসের পেছনের সিটে বসা মোহাম্মদ বাদশা মিয়া (২৫) ও আব্দুল আজিজ মুন্না (২২) নামে দুই যাত্রীর হেফাজতে থাকা ১টি সচল দেশীয় তৈরি পাইপ গান (কাঠের বাটসহ লম্বা ১৫ ইঞ্চি) উদ্ধার করা হয়। ধৃত বাদশা মিয়া কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পশ্চিম পাগলির বিল এলাকার সোনা আলী ও আবদুল আজিজ একই এলাকার আবুল কালামের ছেলে। এব্যাপারে অস্ত্র আইনে মামলা দায়ের করে আসামিদের আদালতে চালান দেয়া হয় বলে জানিয়েছেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরান আল হোসাইন।