চন্দনাইশে যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাণ গেল গণতান্ত্রিক স্বেচ্ছাসেবকদল নেতার

চন্দনাইশ প্রতিনিধি | সোমবার , ৪ আগস্ট, ২০২৫ at ৭:৪৩ অপরাহ্ণ

চন্দনাইশের বরমা-বৈলতলী সড়কের কেশুয়া রাস্তার মাথা টিনেরহাট নামক স্থানে যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন মোটরসাইকেল আরোহী বরমা ইউনিয়ন গণতান্ত্রিক স্বেচ্ছাসেবকদলের ক্রীড়া বিষয়ক সম্পাদক টিপু সুলতান (৩২)।

আজ সোমবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরো ৩ জন আহত হলেও তাদের নাম পাওয়া যায়নি।

স্থানীয় গণমাধ্যমকর্মী ওমর ফারুক জানান, বরমা সড়ক হয়ে একটি যাত্রীবাহী বাস চট্টগ্রাম শহরে যাওয়ার পথে কেশুয়া রাস্তার মাথা টিনেরহাট নামক স্থানে পৌছলে সড়কে দাড়িয়ে থাকা একটি ট্রলিকে ধাক্কা দেয়। পরবর্তীতে সড়কের পাশে দাড়িয়ে থাকা মোটরসাইকেল আরোহী টিপু সুলতানকে ধাক্কা দিয়ে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়।

এ সময় স্থানীয়রা গুরুতর আহত টিপু সুলতানকে উদ্ধার করে প্রথমে চন্দনাইশ হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্র্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত টিপু সুলতান পশ্চিম কেশুয়া এলাকার মৃত ইদ্রিস মিয়ার ছেলে।

এদিকে ঘটনার পর স্থানীয় জনতা বৈলতলী-বরমা সড়ক ব্যারিকেড দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পরবর্তীতে ব্যারিকেড তুলে নিয়ে প্রায় ১ ঘন্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এরপর বিক্ষুদ্ধ জনতা সাতঘাটিয়া পুকুরপাড় এলাকাস্থ লালবোর্ড বাস-মালিক সমিতির অফিস ভাঙচুর করে বলে জানা যায়।

পূর্ববর্তী নিবন্ধইভটিজিং রোধে ইউএনওর অভিযান, ৩ জনকে জরিমানা
পরবর্তী নিবন্ধরাউজানে স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্মহত্যা