চন্দনাইশে মৎস্য চাষীদের মতবিনিময় সভা

চন্দনাইশ প্রতিনিধি | সোমবার , ৭ জুন, ২০২১ at ৭:০৭ পূর্বাহ্ণ

মুজিববর্ষ উপলক্ষে মাছ চাষের আধুনিকায়ন করণে মৎস্য চাষীদের সাথে মতবিনিময় সভা গতকাল রবিবার চন্দনাইশের দক্ষিণ হাশিমপুরস্থ একটি হ্যাচারি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিউদ্দীন হোসাইন রুবেল, মাঈনুদ্দিন হোসাইন জুয়েল, আবদুল কাদের, মাছ চাষি আবদুর নুর জনি, উপজেলা মৎস্য দপ্তরের ফিল্ড কর্মকর্তা সোলতান আহমদ, ক্যচিংনু মারমা প্রমুখ। মতবিনিময় সভায় বক্তারা মাছ চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার, মাছের খাদ্য ব্যবস্থাপনা ও মাছ চাষে অন্যান্য সমস্যাসহ চিহ্নিতকরণ ও মৎস্য খাতের উন্নয়ন ঘটানোর উপর আলোচনা করেন। পরে সাঙ্গু হ্যাচারির মাছের পোনা উৎপাদন প্রক্রিয়া পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিথিবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধজুলিয়া ফারজানার ফাউন্ডেশনের শিক্ষাসামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধফেনীতে ৫০০ দরিদ্র মানুষ পেল আল মানাহিলের ত্রাণ