চন্দনাইশ পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৬জনসহ মোট ৬৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে সংরক্ষিত আসনে ৯ ও সাধারণ কাউন্সিলর পদে ৫১ জন প্রার্থী রয়েছেন। গতকাল সকাল থেকে প্রার্থীরা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তাদের মনোনয়নপত্র জমা দেন।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র মো. মাহাবুবুল আলম খোকা দুপুর ১২টায় তার মনোনয়নপত্র জমা দেন। এরপর বিকেল ৩টার দিকে বিএনপি মনোনীত প্রার্থী মাহবুবুল আলম চৌধুরী তার মনোনয়নপত্র জমা দেন। এছাড়া এলডিপি মনোনীত প্রার্থী এম.আইনুল কবিরের পক্ষে মনোনয়নপত্র জমা দেয়া হয়। বিকেলে ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মো. ফারুক বাহাদুর তার মনোনয়নপত্র জমা দেন। এরপর স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে একমাত্র মহিলা চেমন আরা বেগমের পক্ষে মনোনয়নপত্র জমা দেয়া হয়। বিকেল ৪টার দিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি নেতা মো. ইখতিয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র জমা দেয়া হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মিনহাজুল ইসলাম জানান, গতকাল মনোনয়নপত্র জমাদানের শেষদিনে মেয়র পদে ৬ জন, সংরক্ষিত মহিলা কউন্সিলর পদে ৯ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৫১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ১৪ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।